print this page

ফেসবুক এর সকল ফ্রেন্ড ম্যাসেজ ডিলিট করুন এক ক্লিকে

ফেসবুক বর্তমান সময় এমন একটা নাম যা ছোট থেকে বড় সবাই যানে এর কাজ কি এটা দিয়ে করে  ;)  ফেসবুক ব্যবহার আমারা সাধারনত সময় কাটানোর জন্যই করে থাকি এবং এর ফলেই ফেসবুকে আমাদের একাধিক বন্ধু ফ্রেন্ড তৈরি হয় এবং তাদের সঙ্গে একধিক ম্যাসেজ আদান প্রদান হয়ে থাকে । এখুন আপনি অনেক দিন থেকেই বন্ধুদের সঙ্গে চ্যাট করছেন এবং আপনার ম্যাসেজ ইনবক্স ও ভরেগেছে হয়ত এটা আপনার ভাল লাগছে না :( হুম সেই কারনেই আমার আজকের এই পোস্ট আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে আপনি আপনার ফেসবুক অ্যাকাউন্ট এর সব বন্ধুদের ম্যাসেজ এক ক্লিকে ডিলিট করবেন :D । তাহলে চলুন দেখে নেওয়া কাজ কিভাবে কাজটা করবেন । তবে আমি আজকে আপনাদের দেখাবো গুগল ক্রম ও মজিলা ব্রাউজার দিয়ে কিভাবে কাজটা করবেন । তাহলে চলুন শুরু করা যাক ।


ফেসবুক এর সকল ফ্রেন্ড ম্যাসেজ ডিলিট করুন এক ক্লিকে


পদ্ধতি : ফেসবুক এর সকল ফ্রেন্ড ম্যাসেজ ডিলিট করুন এক ক্লিকে 



আমি আগেই বলেছি আপনাদের কাজট করতে হবে ওয়েব ব্রাউজার দ্বারা সেটা হতে হবে গুগল ক্রম কিংবা মজিলা ফাইর ফক্স তাহলে দুটি ব্রাউজার এর যেকোনো একটি তে আপনার ফেসবুক অ্যাকাউন্ট লগইন করুন আমি দেখাচ্ছি গুগল ক্রমে । ফেসবুক লগইন হয়েগেছে নিচে থেকে Add to CHROME এ ক্লিক করুন আর যদি ফাইর বক্স ব্যবহার করেন তাহলে একি ভাবে নিচে থেকে Add to Firefox এ ক্লিক করুন ।


Add to Firefox !


Add to CHROME !



আমি ধরে নিলাম আপনি গুগল ক্রম ব্রাউজার ব্যবহার করছেন এবং addons টি আপনি ইন্সটল করে নিয়েছেন । এখুন আপনি আপনার ফেসবুক ম্যাসেজ পেজে যান এবং যেকোনো একটি ফ্রেন্ড এর উপর ক্লিক করুন এবং দেখুন সব উপরে facebook - delete all messages আছে তাতে ক্লিক করুন ঠিক নিচের চিত্রের মত


ফেসবুক এর সকল ফ্রেন্ড ম্যাসেজ ডিলিট করুন এক ক্লিকে


উপরের মত আইকনে ক্লিক করলেই আপনি একটি মেনুর মত অপশন পাবেন তাতে লিখা থাকবে দুটি অপশন তাত থেকে আপনি শুধু মাত্র LAUNCH! বাটনে ক্লিক করুন


ফেসবুক এর সকল ফ্রেন্ড ম্যাসেজ ডিলিট করুন এক ক্লিকে


উপরের মত ক্লিক করলেই একটি পপআপ ম্যাসেজ বক্স আসবে সেখানে OK করেদিন ব্যাস অপেক্ষা করুন দেখুন নিজে থেকেই রিফ্রেশ হবে ফেসবুক পেজ এবং আপনার চোখের সামনেই সব ডিলিট হয়ে যাবে ।


ফেসবুক এর সকল ফ্রেন্ড ম্যাসেজ ডিলিট করুন এক ক্লিকে


ব্যাস হয়েগেল এখুন আপনি দেখুন আপনার ইনবক্সে কোন রকম ম্যাসেজ দেখতে পাবেন না সব ম্যাসেজ ডিলিট হয়েগেছে :D ঠিক নিচের চিত্রের মত ফাকা বক্স দেখতে পাবেন নিচের চিত্রে দেখুন


ফেসবুক এর সকল ফ্রেন্ড ম্যাসেজ ডিলিট করুন এক ক্লিকে


আশাকরি বুঝতে কোন রকম সমস্যা হল না কোন রকম সমস্যা হলে নিচে কমেন্ট বক্সে কমেন্ট করুন চেস্ট করবো হেল্প করতে । আর পোস্টটি ভাল লাগলে অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করুন এবং আপনার মূল্যবান একটি মন্তব্য করেও জানাতে পারেন পোস্টটি কেমন লাগল । ভাল থাকবেন সুস্থ থাকবেন । আসসালামু আলাইকুম ।
0 মন্তব্য(গুলি)

একটির বেশি কলড্রপ হলেই ফ্রি টকটাইম: প্রতিমন্ত্রী

একটির বেশি কলড্রপ হলেই ফ্রি টকটাইম: প্রতিমন্ত্রী
একটির বেশি কলড্রপ হলেই ফ্রি টকটাইম: প্রতিমন্ত্রীশীর্ষ নিউজ, ঢাকা: মুঠোফোন অপারেটরদের উদ্দেশ্যে ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম বলেছেন, একটির বেশি কলড্রপ হলে প্রতিটির জন্য গ্রাহকদের এক মিনিট করে ফ্রি টকটাইম দিতে হবে। একই সঙ্গে একটি খুদেবার্তা (এসএমএস) পাঠিয়ে ফ্রি টকটাইম দেওয়ার বিষয়টি জানাতে হবে।

আজ রোববার সচিবালয়ে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে মোবাইল অপারেটরদের সঙ্গে প্রতিমন্ত্রীর বৈঠকে এ সিদ্ধান্ত হয়।

বৈঠক শেষে দুপুরে এক সংবাদ সম্মেলনে প্রতিমন্ত্রী সাংবাদিকদের বিষয়টি জানান।

তিনি বলেন, মোবাইল অপারেটররা কলড্রপের জন্য ফ্রি টকটাইম যথাযথভাবে দিচ্ছে কি না এবং গ্রাহকরা ঠিকমতো প্রতিকার পাচ্ছেন কি না, তা তদারকের জন্য বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) একটি কমিটি গঠন হচ্ছে। আগামী পয়লা জুলাই এ কমিটির কার্যক্রম শুরু হবে।

সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ৩১ মে রাত ১২টা পর্যন্ত বায়োমেট্রিক পদ্ধতিতে সিম পুনর্নিবন্ধন করা যাবে। এর পর থেকে সিমগুলো স্বয়ংক্রিয়ভাবে বন্ধ হয়ে যাবে। বন্ধ হয়ে যাওয়া এই সিমগুলো পরবর্তী  দুই মাস পর্যন্ত কেউ কিনতে পারবেন না। সিমের মালিকের ক্ষেত্রেও একই কথা প্রযোজ্য।

তিনি জানান, দুই মাস পর থেকে পরবর্তী ১৬ মাস পর্যন্ত (যাঁরা বিদেশে আছেন, তাঁদের জন্য পরবর্তী ১৮ মাস পর্যন্ত) কিনে পুনর্নিবন্ধন করে চালাতে পারবেন।

আরেক প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, এখন থেকে রাত ১১টার পর কোনো মোবাইল অপারেটর দারুণ অফার বা এ জাতীয় কোনো অফার দিতে পারবে না।

তিনি বলেন, ইন্টারনেটের দাম বাড়ানো হবে না। সম্ভব হলে কমানো হবে।

শীর্ষ নিউজ/এম

 
0 মন্তব্য(গুলি)
 
Copyright © 2014. প্রয়োজনীয় বাংলা বই- AN@MUL - All Rights Reserved
MD ANAMUL AHMED POST