ডা.জাকির নায়েকের লেকচারে সলাতুন নাবী (সাঃ) ও বিধান সূচি

জাকির নায়েকের লেকচারে সালাতুন নাবী (সাঃ)
বইটির অনন্য বৈশিষ্ট্য:
  • এটিতে সহজ সরলভাবে সালাতের উপর লেকচারটির বাংলা অনুবাদ সংযোজিত হয়েছে।
  • কুরআন ও হাদীসের রেফারেন্সগুলো নিচে টীকা আকারে লিখা হয়েছে।
  • হাদীসের রেফারেন্স এর ক্ষেত্রে বাংলাদেশের প্রখ্যাত প্রকাশনীগুলোর নম্বর ও নাম উল্লেখ করা হয়েছে।
  • বুঝার জন্য অনেক ক্ষেত্রে টীকায় অন্য লেকচার থেকে তথ্য সংযোজিত হয়েছে।
  • বইয়ের শেষে প্রকাশক কর্তৃক সালাত ও তদসংশ্লিষ্ট নিয়মগুলো সুন্নাহ অনুযায়ী সংযোজিত হয়েছে।
বইটির উল্লেখযোগ্য আলোচ্য বিষয়:
  • সালাতের পরিচিতি
  • সলাতে মন স্থির থাকে না কেন ?
  • মন নিয়ন্ত্রণের উপায়
  • সলাত মন্দ কর্মের প্রতিরোধক
  • সলাত ন্যায়পরায়ণতার প্রোগ্রামিং
  • আযানের শব্দাবলী
  • ওযুর বিধান
  • পায়ে পা কাঁধে কাঁধ মিলানো প্রসঙ্গে
  • সলাতে সূরা ফাতিহা বলা
  • সলাতে রুকু ও সিজদা
  • সলাত আদায় না করার বহুমুখী সমস্যা
  • সলাত আদায়ের উদ্দেশ্য
  • সলাতের শারীরিক উপকারিতা
  • সর্বাবস্থায় সলাতের বিধান
  • প্রশ্নোত্তর পর্ব
  • প্রকাশক কর্তৃক সংযোজিত সালাতের নিয়ম প্র্রভৃতি।
এক নজরে বইটি :
ডা. জাকির নায়েকের লেকচারে সলাতুন নবী (সা) ও বিধানসূচী
অনুবাদ: 
ডা. আবু মারিয়াম মুহাম্মাদ বিন সাঈদ, 
ডা. সাবিত বিন আব্দুল হান্নান, ডা.মো: ফয়সাল,
 ডা. যুবাইর ইসলাম, স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ, ঢাকা।
সম্পাদনায়: শাইখ আব্দুস সামাদ সালাফী
প্রকাশনায়: ওয়াহীদিয়া ইসলামিয়া লাইব্রেরী, 
রাণীবাজার (মাদরাসা মার্কেটের সামনে), রাজশাহী। 
মোবাইল: 01749090666, 019106686966
পৃষ্ঠা: ১১৪
সাইজ: ৩৩ মেগাবাইট
ডাউনলোড
  Google Drive  
 বইটি পেতে সমস্যা হলে পার্সেলে কিনতে পারবেন। এছাড়া দেশের বিভিন্ন জায়গায় বইটি পাওয়া যাচ্ছে। না পাওয়া গেলে আমাদের জানান। আমরা নিকটস্থ লাইব্রেরীর সন্ধান দেয়া চেস্টা করবো ইনশা আল্লাহ।
Share this article :
 
Copyright © 2014. প্রয়োজনীয় বাংলা বই- AN@MUL - All Rights Reserved
MD ANAMUL AHMED POST