যুক্তরাষ্ট্রের ‘ফুলব্রাইট’ বৃত্তি

যুক্তরাষ্ট্রে উচ্চ শিক্ষার জন্য অন্যতম সম্মানজনক বৃত্তির নাম ‘ফুলব্রাইট ফরেন স্টুডেন্ট প্রোগ্রাম’। বিশ্বের অন্যতম নামকরা এই বৃত্তিপ্রাপ্ত ৫৪ জন জয় করেছেন নোবেল পুরস্কার আর ৮২ জন পেয়েছেন পুলিৎজার পুরস্কার। ফুলব্রাইট প্রোগ্রামে যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়ে কৃষি, শিক্ষা, অর্থনীতি, সাংবাদিকতা, পরিবেশ, নগর উন্নয়ন, পাবলিক পলিসিসহ বিজ্ঞানের বিভিন্ন বিষয়ে স্নাতকোত্তর করার সুযোগ দেওয়া হয়। বৃত্তির আওতায় অধ্যয়নের ফি থেকে শুরু করে শিক্ষার্থীদের থাকা-খাওয়া-যাতায়াতসহ যাবতীয় খরচ বহন করা হয়।
সম্প্রতি শুরু হয়েছে আবেদন প্রক্রিয়া। আবেদনের যোগ্যতা হিসেবে বলা হয়েছে বাংলাদেশের যেকোনো বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রিধারী ও কমপক্ষে দুই বছর কাজের অভিজ্ঞতা আছে, এমন মেধাবী শিক্ষার্থীরা যুক্তরাষ্ট্রের ফুলব্রাইট ফরেন স্টুডেন্ট প্রোগ্রামে আবেদন করতে পারবেন। তবে আবেদনকারীর বয়স ৩২ বছরের কম হতে হবে। টোয়েফলের স্কোর ৮০ অথবা আইইএলটিএস স্কোর ৭ থাকতে হবে।
অনলাইনে বৃত্তির প্রাথমিক আবেদন করতে হবে ২৮ এপ্রিলের মধ্যে।
বৃত্তি সংক্রান্ত বিস্তারিত তথ্য: goo.gl/vGff9x
বৃত্তির আবেদন সম্পর্কে জানা জানতে: goo.gl/lssv8D
Share this article :
 
Copyright © 2014. প্রয়োজনীয় বাংলা বই- AN@MUL - All Rights Reserved
MD ANAMUL AHMED POST